সোনা আলোর একটি দিন

নাজনীন আমান | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

গত ২৮ শে জানুয়ারি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল রুসলানউররহমান পিএসসি, কল স্টাফ হেড কোয়ার্টার সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও গভর্নিং বডির চেয়ারম্যান। বিউগলের সুর জানান দিয়ে গেল প্রধান অতিথির আগমনী বার্তা। বেলুন উড়িয়ে ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তিঁনি। এরপর পরিবেশিত হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ। বাদ্যের তালে তালে এগিয়ে চলে একেকটি প্লাটুন। ছাত্র ছাত্রীদের তালে তালে এগিয়ে যাওয়া দেখে মনে হল তারা যেন একেকজন কাজী নজরুল, ক্ষুদিরাম, প্রীতিলতা। তারা আজ সদা প্রস্তুত দেশ মাতৃকা রক্ষায়। পুরো প্লাটুনের নেতৃত্ব দেয় দ্বাদশ শ্রেণির ছাত্র আবরার সামির। আত্মরক্ষার বিভিন্ন কৌশল ও দক্ষতা নিয়ে মাঠে প্রবেশ করে তায়কানডো ও কারাতের দল। এরপর পরিবেশিত হয় বহু প্রতীক্ষিত রঙিন ডিসপ্লে। এতে তুলে ধরা হয় বাংলাদেশের বিভিন্ন অর্জন। যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল। ভীষণ উপভোগ্য একটি পরিবেশনা। বিভিন্ন গানের সুরে সুরে মুহূর্তেই তৈরি করে ফেলছিল একেকটি স্থাপনা, বাংলার রূপ ও ঐতিহ্য। যা সত্যিই প্রশংসার দাবীদার। পুরো ডিসপ্লে পরিচালনা করেন সিনিয়র শিক্ষক পিউ সরকার। এরপর ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে হয় কিছু খেলা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বেগম রুমানা রুসলান। অধ্যক্ষ মহোদয় লে. কর্নেল রোমানা জামান পিএসসি স্কুল ও কলেজের সার্বিক সাফল্য, অর্জন সর্ম্পকে তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধূলা করা খুবই দরকার। এতে তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ে ও সুন্দর জীবন গঠনের সহায়ক হয়। বর্তমানে বাচ্চারা বিভিন্ন নেশায় মেতে উঠেছে যা দেশ, সমাজ ও পরিবারের জন্য ভয়ংকর হুমকি। শিক্ষার্থীরা যদি বিভিন্ন ধরনের সৃজনশীল শিল্পমাধ্যম কিংবা খেলাধূলায় মেতে থাকে, তা বয়ে আনবে কল্যাণ ও প্রীতিকর অনুভূতি। তার জন্য স্কুল কলেজ শিক্ষক, মা বাবা সকলকে এগিয়ে আসতে হবে যাতে করে তারা উৎসাহিত হয় ও আগ্রহ পায়। সবশেষে ড. মোহাম্মদ শহীদুল্লাহ্‌, বেগম রোকেয়া, . মোহাম্মদ খুদরতখুদা,এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজের পতাকা ও জাতীয় পতাকা নিমিত্তের মাধ্যমে ১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি টানা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে, বিভিন্ন দল রার্নাসআপ ও চ্যাম্পিয়ন হয়। ২০২৪ এ চ্যাম্পিয়ন হয় ড. খুদরতখুদা। সেই হাউসের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। পুরো স্কুলটিকে অপূর্ব সাজে সাজিয়ে তোলেন সহকারী শিক্ষক মোহাম্মদ সোহাগ মিয়া। তাঁকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা হতে শুরু করে গার্ড পর্যন্ত এমনকি যারা মঞ্চ তৈরি করেন এবং সাজায় সকলেই অনেক কঠোর পরিশ্রম করেন। তাঁদের প্রত্যেককেই জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পূর্ববর্তী নিবন্ধএকুশ
পরবর্তী নিবন্ধবাংলা ভাষায় ভালোবাসা