একুশ

প্রতিমা দাশ | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

একুশ মানে মাথা নত না করা!

একুশ মানে বিপ্লবের সূচনা!

একুশ মানে মুষ্টিবদ্ধ হাতে পোষ্টার

একুশ মানে অগ্নিঝরা মিছিল,

একুশ মানে বায়ান্নর শহীদ মিনার

একুশ মানে ছেষট্টির ছয়দফা

একুশ মানে ঊনসত্তরের গণঅভ্যুত্থান

একুশ মানে একাত্তুর!

একুশ মানে ত্রিশ লক্ষ শহীদের রক্তাক্ত ইতিহাস!

একুশ মানে লাল সবুজের পতাকা

একুশ মানে বাংলাদেশ

একুশ মানে বাঙালী

একুশ মানে মায়ের মুখের হাসি

একুশ মানে প্রথম বুলি মা মা

একুশ মানে চেতনার

ধরিত্রীর বুকে মোদের অহংকার,

একুশ মানে নবজাগরণের বর্ণচ্ছটা,

একুশ মানে বসন্তের কোকিলের কুহু কুহু রব।

একুশ মানে ‘পলাশ শিমুলের রক্তিম রঙ’

একুশ মানে আমার প্রাণের ‘প্রভাতফেরী’

একুশ মানে

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধট্রেনে যাত্রী ভোগান্তির প্রতিকার চাই
পরবর্তী নিবন্ধসোনা আলোর একটি দিন