বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সিএমপির সমন্বয় সভা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের চট্টগ্রাম পর্ব নিয়ে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল রোববার সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় বক্তব্য রাখেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সিএমপি কমিশনার বলেন, সিটি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নগরীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ নিরাপত্তা বলয়ের মধ্যে আশা রাখছি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাফল্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, খেলোয়াড় এবং তাদের সঙ্গে যারা আসবেন তাদের সাতদিন আগে থেকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোভিড টেস্ট করা হয়েছে। নিজেদের মধ্যে তিনফুট দূরত্বের বিষয়টি মেনে চলা হবে। হোটেল থেকে মাঠে খেলোয়াড়দের আনা নেয়ার ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হবে। সেখানে পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য সংস্থাগুলো সমন্বয় করবে।
কোভিড এবং চসিক নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এবারের সিরিজের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যতগুলো ঝুঁকি আছে সবগুলো বিচার-বিশ্লেষণ করেই পরিকল্পনা সাজিয়েছি। মাঠে কোনো দর্শক থাকবে না। শুধুমাত্র খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালস এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারা ও সাংবাদিকরা থাকবেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিসিবি, ফায়ার সার্ভিস, র‌্যাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম চট্টগ্রামে এসে পৌঁছাবে। এরপর তারা নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি ১টি ওয়ানডে ও ৩ থেকে ৭ ফেব্রুয়ারি একটি টেস্ট ম্যাচ খেলবে।

পূর্ববর্তী নিবন্ধনিরবচ্ছিন্ন সেবা দেওয়াই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ : জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধউপজেলা পরিষদ কার্যকরে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি