নিরবচ্ছিন্ন সেবা দেওয়াই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ : জেলা প্রশাসক

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, দেশকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে, তারমধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারের দায়িত্ব সততার মাধ্যমে পালন করতে হবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে উন্নীত হতে যাচ্ছে, সবাইকে সময়ের সাথে গতি মিলিয়ে কাজ করতে হবে। ভালো কাজ করতে গেলে অনেক সমালোচনা ও বাধার সম্মুখীন হবে, সমালোচকদেরকে শত্রু ভাবা যাবে না, সমালোচকদেরকে প্রতিপক্ষ মনে করে দূরে ঠেলে দেওয়া যাবে না। মনে রাখতে হবে নিরবচ্ছিন্ন সেবা দেওয়াই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। খবর বাসসের।
গতকাল রোববার রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।
উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেভাবে মানুষকে কাছে নিয়ে প্রকৃত সেবা দেন, সেদিকে আমাদেরও লক্ষ্য রাখতে হবে, সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রেখে যথাসময়ে অফিস করতে হবে।
মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় গুচ্ছ গ্রামের নবনির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পূর্ববর্তী নিবন্ধককবরক উৎসবে নানা আয়োজন মাতৃভাষা চর্চায় জোর
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সিএমপির সমন্বয় সভা