উপজেলা পরিষদ কার্যকরে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি

চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তারা

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

আইনি নির্দেশনা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কতিপয় কর্মকর্তার নেতিবাচক মনোভাবের কারণে উপজেলা পর্যায়ে কার্যকর করা হয়নি। প্রজাতন্ত্রের মালিক জনগণ। তবুও নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন মেনে না নিতে কতিপয় কর্মকর্তাদের অনীহা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণলায়ের ৬ জানুয়ারি ২০২১ প্রজ্ঞাপন, ৭ জানুয়ারি ২০২১ ওয়েবসাইটে জারি করা হলেও মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রজ্ঞাপন জারির উদ্যোগ গ্রহণ করা হয়নি, তাই আমাদের চলমান শান্তিপূর্ণ কর্মসূচি- ২৭ জানুয়ারি সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। এরপরও যদি নির্বাচিত উপজেলা পরিষদকে কার্যকর করতে চিহ্নিত প্রতিবন্ধকতা দূর করা না হয় সাধারণ জনগণকে সাথে নিয়ে জাতীয় সংসদে পাসকৃত আইন কার্যকরে কঠোর কর্মসূচি দেয়া হবে। হস্তান্তরিত ১৭ টি বিভাগের কার্যক্রমের প্রতিবন্ধকতা অপসারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে মতবিনিময় সভায় বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল। চট্টগ্রাম জেলা সভাপতি আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তহীদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, হাটহাজারী চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (বিভাগীয় মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি) বানাজা বেগম, রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিলন কান্তি শর্ম্মা, ভাইস চেয়ারম্যান এস এম দিদার, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কামিলি রূপা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সিএমপির সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধযাত্রামোহনের বাড়ি জাদুঘর ঘোষণার দাবিতে মশাল মিছিল