বাঁশখালীর ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও স্ক্যানার বিতরণ

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, টিআর কাবিখার অর্থ নয়ছয় করার দিন শেষ। এখন থেকে প্রতিবারের টিআর বন্টনের তালিকা উন্মুক্ত করা হবে। টিআর কাবিখা অর্থ রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়ার পাশাপাশি এবার শিক্ষা প্রতিষ্ঠানেও মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হচ্ছে। যে কারণে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার ও প্রজেক্টর বরাদ্দ দেয়া হয়েছে।

গত ২৫ এপ্রিল বাঁশখালীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। বাঁশখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, ছনুয়ার চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী, শীলকূপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী লিপটন ওম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোরাই মালামালসহ দোকান কর্মচারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপার্বত্য অঞ্চলেই সবচেয়ে বেশি উন্নয়ন হচ্ছে : পার্বত্য প্রতিমন্ত্রী