আনোয়ারায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রদর্শনী ও আনন্দ র‌্যালি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় উপকূলীয় রায়পুর ইউনিয়নে বেড়িবাঁধ, সড়ক যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনী ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রায়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মধ্যম গহিরা বাচা মাঝির ঘাট এলাকায় র‌্যালি ও প্রদর্শনীর আয়োজন করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এসএম জামাল উদ্দীন, যুগ্ম সম্পাদক আবু ছাদেক চৌধুরী খোকন, ইউপি সদস্য মো. ইসহাক, মো. রফিক, আবদুল গফুর, মো. জাহাঙ্গীর, মো. মহি উদ্দীন, মহিলা সদস্য ডলি আকতার, যুবলীগ নেতা জালাল উদ্দীন, জামাল উদ্দীন, বুলবুল আকতার নুরুল আবছার, মো. আরমান, মো. হান্নান, ওবাইদুল হক মুন্না, ফখরুল ইসলাম জিকু, শরীফ ছিদ্দিকী প্রমুখ।

রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ বলেন, সাবেক ভূমিমন্ত্রী ও বর্তমান ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় আনোয়ারা উপকূলীয় রায়পুর ইউনিয়নসহ পুরো এলাকায় বেড়িবাঁধ নির্মিত হওয়ায় উপকূলীয় অঞ্চলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গত ৩ বছরে রায়পুর ইউনিয়ন বেড়িবাঁধ না ভাঙায় এলাকায় কোনো পানি ঢোকেনি। সাধারণ মানুষ উপকৃত হওয়ায় এলাকাবাসীর পক্ষে সাবেক ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে ভূমিমন্ত্রীর প্রচেষ্টায় সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ করেছি।

পূর্ববর্তী নিবন্ধতাপদাহ থেকে মুক্তি কামনায় মনজুর আলমের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচোরাই মালামালসহ দোকান কর্মচারী গ্রেপ্তার