যাত্রামোহনের বাড়ি জাদুঘর ঘোষণার দাবিতে মশাল মিছিল

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

অবিলম্বে যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি জাদুঘর ঘোষণার দাবিতে সমাবেশ ও মশাল মিছিল করেছে চট্টগ্রামের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ। গতকাল রোববার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে মশাল মিছিলটি যাত্রামোহন সেনগুপ্তের বাড়িতে গিয়ে শেষ হয়। এর আগে চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বাড়িটি জাদুঘর হিসেবে সংরক্ষণ এবং ওই বাড়িতে এখনো অবস্থানকারীদের উচ্ছেদের দাবি জানানো হয়। সমাবেশ ও মশাল মিছিলে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ থেকে অবিলম্বে বাড়িটি জাদুঘর ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়। খবর বিডিনিউজের। সমাবেশের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘আমাদের দাবির যৌক্তিকতা সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে বলে শুনেছি। যতদূর জেনেছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে বিপ্লবীদের স্মৃতি চিহ্ন সংরক্ষণ করবে। আমরা যে আন্দোলন শুরু করেছি তার ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি। ‘অ্যাডভোকেট রানা দাশগুপ্ত নাগরিকদের পক্ষে ১৮ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। যদি সেই সময়সীমার মধ্যে সকল দাবি মেনে নেয়া না হয় তাহলে কঠোর কর্মসূচি দিব। যাত্রামোহন সেনের বাড়ি রক্ষার দাবিতে চট্টগ্রামের নবীন-প্রবীণ সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ।’ মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, বারবার বলার পরও দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো রক্ষিত হচ্ছে না। সবশেষ চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত বাড়িটিও দখল করার পাঁয়তারা চলছে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ইতিহাস-ঐতিহ্যকে রক্ষা করে এগিয়ে নিতে হবে। এই বাড়ি অবশ্যই সংরক্ষণ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা পরিষদ কার্যকরে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি
পরবর্তী নিবন্ধব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ শিক্ষার্থীদের নবীন বরণ