বাংলাদেশের হেমন্ত

জোবায়ের রাজু | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:০৯ পূর্বাহ্ণ

বছর ঘুরে বাংলাদেশে হেমন্ত এলো ফিরে,
সন্ধ্যাবেলায় জোনাক তাই আলো জ্বালায় ধীরে।
মাঠে মাঠে ধান পেকেছে চাষার মুখে হাসি,
ফুলের সাথে অলির সাথে ভালোবাসাবাসি।

ছাতিম ফুলের সুরভিতে মাতাল করা রাত,
জলে জলে ঢেউ তুলেছে খেয়া নদীর ঘাট।
ফুলের রাজ্যে প্রজাপতির লুকোচুরি খেলা,
অঝর ধারায় শিউলি ফুলে মত্ত শিউলিতলা।

পাখিরা সব সুর তুলেছে গাছের ডালে ডালে,
ঝিঁঝিপোকা মিছিল করে নিত্য সন্ধ্যাকালে।
মধ্যরাতে দূরাকাশে ঝিকমিক করে তারা,
হেমন্তের এই রূপ যৌবনে আমি আত্মহারা।

পূর্ববর্তী নিবন্ধহৈমন্তি
পরবর্তী নিবন্ধহেমন্ত