হৈমন্তি

আহমাদ কাউসার | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:০৮ পূর্বাহ্ণ

হিম কুযাশার চাদর গায়ে
বৃক্ষ লতা রয় ঘুমিয়ে
সবুজ ছোট গাঁয়

সোনালী রোদ পাতায় পাতায়
পড়লো এসো সকাল বেলায়
শীর্ণঘাস ডগায়।

রোদ পেয়ে তাই সকল পাখি
ঘুম ভেঙে যায় খুলে আঁখি
উড়ে বহুদূর

বনের পথে যখন দুপুর
ডান শোনা যা তিলাঘুঘুর
কিচিরমিচির সুর।

পূর্ববর্তী নিবন্ধবাবা মাকে
পরবর্তী নিবন্ধবাংলাদেশের হেমন্ত