বাবা মাকে

শিবুকান্তি দাশ | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:০৮ পূর্বাহ্ণ

তোমরা আমায় পড়তে বলো রোজই তো যাই পড়ি
সকাল বিকাল সন্ধ্যা রাত্রি হোমটাস্কও করি
ঘুম থেকে যেই উঠি আমি টিউটর দেখি বসা
মুখ ধোব কি চোখ রাঙায় মা আমার করুন দশা।

ইশকুল ভ্যান বেল বাজিয়ে আমায় করে তাড়া
বুঝতে পারো আমায় আদর-শাসন করে কারা?
দুপুর বেলা বাসায় ফিরি ক্লান্ত শরীর নিয়ে
এমন সময় জানলা দিয়ে ডাকে সবুজ টিয়ে ;

আসে দোয়েল শ্যামা চড়াই বন্ধু ওদের আমি
ওরাই আমায় ভালোবাসে,একটু বুঝে ঠাম্মি
ফুরফুরে বায় যায় বুলিয়ে মুক্ত মাঠের হাওয়া
এই যে আমার ভাগ্য বলো আনন্দে সুখ পাওয়া।

দুপুর যখন যায় গড়িয়ে বন্ধুরা সব মাঠে
বলতে পারো হোমটাস্কে আমার সময় কাটে
তখন দেখি ঘুড়ি নিয়ে খেলছি কাটাকাটি
আকাশ জুড়ে রঙিন ঘুড়ি কে করে সব মাটি।

বন্ধুরা সব দল বেঁধে যায় আম কাঁঠালের বনে
এমন সময় আকাশ ঘিরে মেঘ করে শন শনে
গুড়ুম গুড়ুম দেয়া ডাকে বিজলি দেখায় আলো
মাছ ধরছি ভেলায় চড়ে মন হয়ে যায় ভালো।

কিন্তু আমি পাইনা ছুটি পড়ায় পড়ায় থাকি
ছোট্ট বুকের দুঃখ আমার বলো কোথায় রাখি?
প্রশ্ন আমার বাবা মা কি ছিলে আমার মতো
তবে কেন আমার বেলায় অত্যাচারে এতো।

পূর্ববর্তী নিবন্ধসময়ের কলম ভূত
পরবর্তী নিবন্ধহৈমন্তি