হেমন্ত

ইকবাল বাবুল | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:০৯ পূর্বাহ্ণ

রাত্রি চিরে ভোরটা ফিরে যেই না আসে, বিস্ময়ে
দৃষ্টি মেলে তাকিয়ে দেখি কী অপরূপ দৃশ্য এ !
কতোই ভালো ভোরের আলো ছড়িয়ে পড়ে চারপাশে
কী আটখানা শিশিরদানা ঘাসের সবুজ কার্পাসে
উচ্ছ্বলতায় গুচ্ছলতায় ছড়ায় হাসির মুক্তা কী !

দেখতে আমি বহির্গামী অনেকটা উন্মুখ থাকি
যেই হেঁটে যাই পা ভিজে যায় গা শির শির ঠাণ্ডা কী
ফুরফুরে এই শীতল হাওয়ায় আমি কি আর কান ঢাকি
দেই খুলে এই বুকের বোতাম উড়াই মাথার চুলগুলো
একেক করে দুহাত ভরে নিই কুড়িয়ে ফুলগুলো
হাঁটতে হাঁটতে তাকিয়ে দেখি
দেখেই আমি অবাক – এ কী !

স্বর্ণরঙের বর্ণ নিয়ে পাকছে মাঠের ধানগুলো
মাঠের কৃষক গাইছে তাদের ফসল কাটার গানগুলো
মনজুড়ে তার অনেক খুশি , খুশির তো নেই আর অন্ত
গোলায় ভরে তুলছে ফসল , ফসল যে বেশ বাড়ন্ত
পাড়ায় পাড়ায় আনন্দ তাই আমেজ নানা উৎসবের
কারণটা কী খুঁজতে গিয়ে করছি আমি উৎস বের
মেঘের আদল বিজলি বাদল দেখছি না আর তেমন তো
কারণ এখন আাসলো সে ক্ষণ নাম হলো তার হেমন্ত।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের হেমন্ত
পরবর্তী নিবন্ধপিঁপড়া: দুরদর্শিতাই টিকিয়ে রেখেছে কোটি কোটি বছর