বাঁশখালীর সাধনপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান’ এ স্লোগানকে সামনে রেখে সাধনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে বাণীগ্রাম স্কুল গেইট সংলগ্ন মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এম সালাউদ্দিন কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম, প্রদীপ মিত্র চৌধুরী। মাদক সেবন থেকে বিরত এবং মাদক সেবন রোধ করার প্রত্যয়ে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদার দফাদারকে শপথ পড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
সাধনপুর ইউনিয়ন পরিষদের সচিব নোভেল ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কিবরিয়া, আব্বাস উদ্দিন আহমেদ, মাওলানা সিরাজুল হক, পুরোহিত পুলক ভট্টাচার্য, করুনাময় ভট্টাচার্য, মো. দেলোয়ার হোসেন, মো. এজাজ, মো. আবু হানিফ, পঞ্চানন দে, প্রনব কুমার সিকদার।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা মাদকের সাথে জড়িত তারা যদি আগামী এক সপ্তাহের মধ্যে নিজের অভ্যাস পরিবর্তন না করেন তাহলে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি মালিকদের অতিরিক্ত দৈনিক জমা আদায় বন্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধস্বল্প খরচে চিকিৎসা সেবায় মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টার