সিএনজি মালিকদের অতিরিক্ত দৈনিক জমা আদায় বন্ধ করতে হবে

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ফিরিঙ্গি বাজার শাখার বিশেষ প্রতিনিধি সভা ২৮ আগস্ট চট্টগ্রাম অটোরিকশা-অটোটেস্পু শ্রমিক ইউনিয়নের ফিরিঙ্গি বাজার শাখার সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মোহাম্মদ বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ। তিনি বলেন, সরকারী গেজেটে উল্লেখ আছে মালিকের দৈনিক জমা ৯০০ টাকা। কিন্তু চট্টগ্রামের কিছু মালিক চালকদের উপর চাপ সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত দৈনিক জমা আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছে। কোন কোন জায়গায় চালকদের কাছ থেকে অতিরিক্ত জমা আদায় করে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে অটোরিক্‌শা শ্রমিক ইউনিয়ন বসে থাকতে পারে না। যে কোন মূল্যে সরকারী গেজেট অমান্য করে অতিরিক্ত জমা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিরিঙ্গি বাজার স্থানীয় একটি গেরেজে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, কামাল ভান্ডারী, মোহাম্মদ আলাল, মোহাম্মদ আলমগীর, বশির আহম্মেদ, শাহজাহান হারুন, মো. জামাল, মোহাম্মদ হাসান, মো. জাহাঙ্গীর, হাতেম আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সাধনপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ