স্বল্প খরচে চিকিৎসা সেবায় মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টার

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

নতুন আঙ্গিকে শুরু হওয়া আধুনিক চিকিৎসালয় মোস্তফা হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ২৪নং উত্তর অগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া, মোস্তফা-হাকিম ডায়াবেটিক কেয়ার সেন্টারের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মাবুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। মসজিদ, মাদ্রাসা, মন্দির, চিকিৎসালয়, স্কুল, কলেজসহ বতর্মানে এই ফাউন্ডেশন ৮৮টি প্রতিষ্ঠান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত বিশ বছর ধরে চলছে এই দাতব্য চিকিৎসালয়। বতর্মানে এই চিকিৎসা কেন্দ্রকে আরো আধুনিকায়ন করা হয়েছে। যোগ করা হয়েছে আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। স্বল্প খরচে এখানে চলবে সকলের জন্য চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম। আর গরিব অসহায় রোগীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। এছাড়াও প্রতি মাসে কাট্টলীতে অসহায় অসুস্থ বয়স্ক মানুষকে দেওয়া হয় চিকিৎসা ভাতা। করোনাকালীন করোনা রোগীদের দেওয়া হয়েছে ফ্রি অক্সিজেন সেবা। চালু করা হয়েছিল আধুনিক করোনা আইসোলেশন সেন্টারও। আল আমিন হাসপাতালের পরিচালক ডা. মো. মেছবাহ উদ্দিন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তাহের মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ বাদশা আলম, মোস্তফা হাকিম কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সমাজ সেবক শওকত আলী, আব্দুর রাজ্জাক দুলাল, ছগির শাহ প্রমুখ। উদ্বোধন উপলক্ষে খতমে কুরআন, মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর সাধনপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ
পরবর্তী নিবন্ধ‘ব্যক্তিত্বের বিকাশে প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা রয়েছে’