বড় বিজ্ঞানী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

কিশোর বিজ্ঞান উৎসব উদ্বোধনে ড. জাফর ইকবাল

| শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:১৩ পূর্বাহ্ণ

বড় বিজ্ঞানী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। দেশের জন্য গবেষণা করতে হবে। আর ভালবাসতে হবে গণিত ও বিজ্ঞানকে। অনেক বেশি স্বপ্ন দেখতে হবে। জামাল নজরুল ইসলামের কর্মের মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম বিজ্ঞানমনস্ক হবে।

গতকাল শুক্রবার ফুলকি আয়োজিত ‘কেন বিজ্ঞানী হব’ শীর্ষক কথামালায় এমন মন্তব্য করেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী কিশোর বিজ্ঞান উৎসব শুরু হয়েছে সহজপাঠ ফুলকিতে। এই আয়োজনের উদ্বোধক ছিলেন কথাসাহিত্যিক ও বিজ্ঞানী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন। স্বাগত বক্তব্য দেন, ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন। পরবর্তীতে ‘কেন বিজ্ঞানী হব’ শীর্ষক কথামালায় অংশ নেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ঢাবি কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ড. মইনুল ইসলাম জাবের, যুক্তরাষ্ট্রের আইবিএম’র বিজ্ঞানী ওমর শেহাব, চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল। অতিথিরা গণিত কেন জানতে হবে, গবেষণার আইডিয়া কিভাবে পাওয়া যায়, কৃষ্ণগহবর, বিজ্ঞান কল্পকাহিনী কিভাবে চিন্তার দুয়ার খুলে দেয়, জিনোম এডিটিং কিভাবে সামনের দিনগুলোতে রোগ নিরাময় করবে এমন সব বিষয় নিয়ে আলোচনা করেন। বিজ্ঞানীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি এবং চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র। বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান কুইজ, রোবোটিক্স ওয়ার্কশপ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিষয়ক কর্মশালা, বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা, জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতাসহ বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছে চার শতাধিক শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর গার্মেন্টস কর্মী উদ্ধার, আটক চার
পরবর্তী নিবন্ধমুজাফরাবাদ কলেজে আলোচনা সভা