প্রিয় শীত

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

মিঠেল রোদ জাগায় বোধ
শীত সকালে আনন্দের
ঝরে রাশি ফুলের হাসি
শিশির-ধোয়া কাননদের।

গাঁয়ের বাড়ি রসের হাঁড়ি
হয় রসে টইটম্বুর
খেতে মিঠা হরেক পিঠা
সঙ্গে খেজুর গুড়ের পুর।

হিম কুয়াশা কেটে চাষা
ছোটে ক্ষেতে খুব সকাল
শীতের সাথি আনাজপাতি
ছড়ায় চোখে স্বপ্নজাল।

লেপের উমে দারুণ ঘুমে
স্বপ্নডানায় ভাসে চোখ
প্রিয় শীত শীতল গীত
বাজিয়ে মাতায় মনলোক।

পূর্ববর্তী নিবন্ধতিন মামা
পরবর্তী নিবন্ধবাবা এখন