তিন মামা

শিবুকান্তি দাশ | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

জানিস আমার কটা মামা আছে?
শুধু তোর কেন? আমারও আছে।
আচ্ছা বল তোর কটা মামা?
শোন তবে এই যাচ্ছি বলে,
সকাল হলে আলোর বানে
ঘুম ভেঙে দেয় সূয্যি মামা।
রাতের আকাশ তারায় সাজায়
আমার মেজ চাঁদো মামা।
চিড়িয়াখানায় থাকে আমার
সবার ছোট সিংহ মামা।
চৈতি হেসে বলেন এবার
সবাই তোমার মায়ের ভাই হয়?
হ্যাঁ রে হ্যাঁ
মা বলে কি শোন
পৃথিবীতে সব মায়েরা
এই তিনজনার বোন।

পূর্ববর্তী নিবন্ধশীতের সকাল
পরবর্তী নিবন্ধপ্রিয় শীত