বাবা এখন

প্রবীর বড়ুয়া | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

বাবার সাথে মেলাতে যে
গিয়েছি কতোবার,
নাগরদোলায় চড়েছি কতো
মনেই নেই যে আর।

বাজারে গিয়ে এটা-ওটা
ধরেছি কতো বায়না,
আনন্দের সেই দিনগুলোকে
কিছুতেই ভোলা যায় না।

বাবার সাথে লাইব্রেরিতে
পড়েছি কতো বই,
কতো ঘুরেছি, কতো খেয়েছি
আইসক্রিম আর দই।

বাবা আমার চলে গেছেন
আর হয় না ঘোরা,
বাবা এখন শুধুই স্মৃতি
দূর আকাশের তারা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় শীত
পরবর্তী নিবন্ধকানো ক্রিসটেলস তরল রংধনুর নদী