প্রতিটি নাগরিককে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে

আনোয়ারায় আলোচনা সভায় বক্তারা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৯:২০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বখতেয়ার পাড়া চারপীর আউলিয়া (রা.) উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।

বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি মো. ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ.কাইয়ুম শাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক লিপি রাণী দাশ ও ইমরান হাসান রাসেল। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ; তাই শিক্ষার্থীদের শুধু নয় দেশের প্রতিটি নাগরিককে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে, মুক্তিযুদ্ধকে জানতে হবে। বিকেলে বিদ্যালয়ের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধানদের সরকারের নীতিমালা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দিক নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান রুখতে হবে
পরবর্তী নিবন্ধযথাযথ ভূমিকা কেউ পালন করতে পারেনি