কালুরঘাটে কলেজছাত্রী নিহতের ঘটনায় টেম্পো চালকের বিরুদ্ধে মামলা

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

কালুরঘাট ফেরির বেইলি ব্রিজে ওঠার সময় টেম্পো চাপায় কলেজছাত্রী ফাতেমা তুজ জোহরা নূপুর (১৮) এর নিহতের ঘটনায় চালক রেজাউল করিম জিসানের (২১) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহতের ভাই মো. রফিকুল ইসলাম বাদি হয়ে সড়ক পরিবহন আইনে বোয়ালখালী থানায় এ মামলাটি দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকালে টেম্পো চালক রেজাউল করিম জিসানকে আদালতে সোপর্দ করা হয়েছে। টেম্পো চালক জিসান উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া ২ নম্বর ওয়ার্ড খঞ্জপাড়া এলাকার আবু বক্করের ছেলে। অন্যদিকে নিহত নূপুর বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফা বাড়ির পল্লী চিকিৎসক মো. হাসানের মেয়ে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই টেম্পোটি জব্দ ও চালককে আটক করা হয়। মামলা দায়েরের পর মঙ্গলবার চালককে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন জমা
পরবর্তী নিবন্ধবাস মালিকদের সুবিধা দিতেই রেলের রেয়াতি প্রত্যাহার : যাত্রী কল্যাণ সমিতি