যথাযথ ভূমিকা কেউ পালন করতে পারেনি

চট্টগ্রামে বিদিশা

| রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৯:২০ পূর্বাহ্ণ

দুর্গাপূজার মধ্যে কুমিল্লায় কুরআন অবমাননার কথিত অভিযোগ ছড়িয়ে লাগাতার হামলার সাম্প্রদায়িক ঘটনার পেছনে রাজনৈতিক দলগুলোর যথাযথ ভূমিকা পালনে ব্যর্থতার কথা তুলে ধরে বিদিশা এরশাদ বলেছেন, যথাযথ ভূমিকা কেউই পালন করতে পারেনি। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর পর ছেলে এরিকের নেতৃত্বে গঠিত নতুন সংগঠন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’র উদ্যোগে চট্টগ্রামে গতকাল শনিবার সকালে এক সভায় তিনি একথা বলেন। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচির সাথে নিজের সংহতিও সভা থেকে জানান তিনি। খবর বিডিনিউজের।
সাবেক রাষ্ট্রপতি এরশাদপত্নী বিদিশা এরশাদ বলেন, এবার দুর্গাপূজার আগে সরকার বলেছিল, এদেশে কোনো অঘটন ঘটবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। আমি উনাকে কাছে থেকে দেখেছি, উনি অত্যন্ত ভালো মানুষ। তাকে এদেশের মানুষের কাছে ছোট করলো কে? পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি। তাই সাম্প্রদায়িক হামলাগুলোর পুনরাবৃত্তি ঘটেছে। না হলে কুমিল্লার ঘটনার পরে রংপুরে সাম্প্রদায়িক হামলা হয়েছে, ফেনীতে হয়েছে। একটার পর একটা ঘটনা ঘটছে। কিন্তু কেউ সতর্ক হল না। না পারছে সরকারি দল, না পারছে বিরোধী দল। আর জাতীয় পার্টিতো প্রশ্নই আসে না। জাতীয় পার্টি শুধু ঢাকায় বসে বসে ফেসবুকে বিবৃতি দেয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি নাগরিককে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে
পরবর্তী নিবন্ধমুনাফেকদের মাধ্যমে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে