মুনাফেকদের মাধ্যমে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

চুনতীর ৬ষ্ঠ দিনের অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৯:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৬ষ্ঠ দিনের অনুষ্ঠান গতকাল শনিবার লোহাগাড়া চুনতীস্থ শাহ্‌ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে কোরআন তেলাওয়াত করেন আতাউল হাকিম ছফওয়ান ও ফরহাদুল ইসলাম ফাহাদ। না’আতে রসূল পরিবেশন করেন মোহাম্মদ আবুল ফয়েজ ও মাওলানা জহির উদ্দীন। ছদরে মাহফিল ছিলেন মাওলানা আবদুস সোবহান। আলোচনা করেন মাওলানা কফিল উদ্দীন, মাওলানা নুরুল বারী ও হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম। এতে বক্তারা বলেন, কুফর, শিরক, অহংকার যেমন মারাত্মক কবিরা গোনাহ, ঠিক মুনাফেকিও তারচেয়ে কোনো অংশে কম নয়। কেননা মুনাফেকদের মাধ্যমেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম ও মুসলমান। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, আবু তাহের, অলি উদ্দিন, মাহবুবুল হক, মাওলানা আবদুল করিম, তৈয়বুল হক বেদার, শাহজাদা ইমাম বায়হাকি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযথাযথ ভূমিকা কেউ পালন করতে পারেনি
পরবর্তী নিবন্ধরাউজান সরকারি কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন