পৌরসভার সৃষ্ট বিকল্প সড়কে জনগণের ভোগান্তি কমবে

সড়ক পরিদর্শনকালে ফজলে করিম এম পি

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

মুন্সিরঘাটা থেকে ফকিরহাট হয়ে রাউজান উপজেলা পরিষদ ও পৌরসভার কার্যালয়ে আসার একমাত্র রাস্তাটির যানজট কমাতে পৌরসভার সৃষ্ট বিকল্প রাস্তাটি পরিদর্শন করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি গত বুধবার মেয়র জমির উদ্দিন পারভেজকে সাথে নিয়ে বিকল্প রাস্তাটি দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন সড়কটি নির্মাণ হলে ফকিরহাট সড়কে মানুষের ভোগান্তি কমবে। তিনি মেয়রকে বর্ষার আগে রাস্তাটির কাজ শেষ করতে পরামর্শ দেন। মেয়র বলেন, কাজী বাড়ির দিক থেকে প্রায় পৌনে এক কিলোমিটার লম্বা বিকল্প রাস্তাটি হলে ফকিরহাট রাস্তায় আর চাপ থাকবেনা। প্রতিবছর বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পানি যাতে দ্রুত উপজেলা সদর থেকে নেমে যায়, সেদিকে খেয়াল রেখে পৌর এলাকার ভরাট হয়ে যাওয়া খাল গুলো খনন ও জনভোগান্তি কমাতে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সি.সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি,সওকত হাসান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আবু ছালেক, মোহাম্মদ এনাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা
পরবর্তী নিবন্ধসিঁদুরে রক্তাক্ত মেঘদল