সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) প্রতিটি শিক্ষার্থীকে ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী কোর্স-কারিকুলামের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত চতুর্থ বোর্ড অব ট্রাস্টির সভায় এসব কথা জানান তারা। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ। এই সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও ক্যাম্পাসে গুণগত শিক্ষার প্রসার বাড়াতে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় সিআইইউর গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভূক্ত করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি মো. আমিনুজ্জমান ভূঁইয়া, প্রকৌশলী আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, দিলরুবা আহমেদ, এ কাইয়ুম খান, মো. আমিন হেলালী, ইসমাইল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবাষির্কী উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধপৌরসভার সৃষ্ট বিকল্প সড়কে জনগণের ভোগান্তি কমবে