সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবাষির্কী উদ্‌যাপন

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সামশুল আলম। উদ্বোধন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আবছার উদ্দিন অলির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আজিমুল ইসলাম চৌধুরী, হাজী আব্দুল মান্নান, নুরুল আবছার চৌধুরী, মো. সেলিম, আজিজুর রহমান, ওসমান সরওয়ার, যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, ইউসুফ খান, এনএন জসিম, সৈয়দ নাফিজ উদ্দিন, হাজী মনসুর আহমদ, আইন বিষয়ক সম্পাদক এড. প্রতাপ পাল, মো. মঞ্জুর আলম, শেখ শিরিনুর নিশি, সালমা আক্তার, ওসমান আবেদী, কোহিনুর খানম, নাজিম আক্তার আমিরী, এম.এন জাকারিয়া, মোহাম্মদ আলী, সৈয়দা তসলিমা নিশা, তামান্না ইসলাম, সাবরিনা সাবা, জোহরা বেগম, ইমতিয়াজ আহমেদ, দৈনিক দেশবার্তার প্রকাশক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সহায়ক ভূমিকা রেখে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের সুফল পেল সিএনজি যাত্রী
পরবর্তী নিবন্ধসিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা