‘হ্যালো সিএমপি’ অ্যাপসের সুফল পেল সিএনজি যাত্রী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

সিএমপির ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের সুফল পেল সিএনজিতে মূল্যবান কাগজপত্র ও মালামাল হারানো এক যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন।
উপ-পুলিশ কমিশনার জয়নাল বলেন, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নগরীর অক্সিজেন মোড় থেকে একটি সিএনজি টেক্সিতে উঠেন মো. রহিম উল্ল্যাহ শাহ রুবেল নামের এক যাত্রী। তিনি আগ্রাবাদ বাদামতলী মোড়ে নেমে যান। এসময় ভুলবশত যাত্রী তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামালের ব্যাগ গাড়িতে ফেলে যান। যেখানে যাত্রীর মূল্যবান ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্রপাতি ও গুরুত্বর্পূণ মালামাল ছিল। পরে তিনি টেক্সটাইল মোড় এস আলম সিএনজি পাম্পে গিয়ে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি ট্যাক্সির নম্বর শনাক্ত করেন। বিষয়টি তিনি সিএমপি উপ-পুলিশ কমিশনার ট্রাফিক উত্তরের কার্যালয়ে জানালে দায়িত্বরত অপারেশনস্‌ এবং লজিস্টিক অফিসার সার্জেন্ট শিমুল মাহমুদ ‘হ্যালো সিএমপি’ অ্যাপস ব্যবহার করে গাড়ির চালকের সাথে যোগাযোগ করে কাগজপত্র ও মালামাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মালামাল গতকাল যাত্রী মো. রহিম উল্ল্যাহ শাহ রুবেলকে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন কর্মকর্তার ভুলে শপথ নিতে পারেননি একজন
পরবর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবাষির্কী উদ্‌যাপন