নির্বাচন কর্মকর্তার ভুলে শপথ নিতে পারেননি একজন

লোহাগাড়ায় শপথ নিলেন ৬ ইউপির ৭১ সদস্য

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার ৬ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১৮ সংরক্ষিত মহিলা সদস্য ও ৫৩ সাধারণ সদস্য শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।
এদিকে কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মাহমুদুল হক নির্বাচিত হয়েও শপথ গ্রহণ করতে পারেননি। জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সদস্য পদে মাহমুদুল হক মোরগ প্রতীকে ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ৬৩১ ভোট। কিন্তু গত ১৮ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেট ওই ওয়ার্ডে বিজয়ী প্রার্থীর স্থলে পরাজিত প্রার্থীর নাম লিপিবদ্ধ হয়।
বিজয়ী ইউপি সদস্য মাহমুদুল হক জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তার ভুলের কারণে গেজেটে নাম না আসায় নির্বাচিত হয়েও শপথ গ্রহণ করতে পারেননি তিনি। এ কারণে তিনি খুবই মর্মাহত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মাহমুদুল।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে ভুলটি সংশোধন করেছে। তবে নতুনভাবে গেজেট প্রকাশিত না হওয়ায় নির্বাচিত ওই প্রার্থী শপথ গ্রহণ করতে পারেননি। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে শীঘ্রই ওই প্রার্থী শপথ গ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের সুফল পেল সিএনজি যাত্রী