আনোয়ারার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

৫ম ও ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলার নির্বাচিত ১০ জনের মধ্যে ৯ চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শারীরিক অসুস্থতার কারণে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিতে পারেননি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ৫ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত ৮ চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ১ চেয়ারম্যানসহ ৯ জন শপথ গ্রহণ করেন। তাঁরা হলেন বৈরাগ ইউপির চেয়ারম্যান নোয়ার আলী, বারশত ইউপির এম.এ.কাইয়ুম শাহ, বরুমচড়া ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামশুল ইসলাম চৌধুরী, বারখাইন ইউপির চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল, আনোয়ারা সদর ইউপির চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউপির চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও হাইলধর ইউপির চেয়ারম্যান কলিম উদ্দিন। রায়পুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতত্র) হিসেবে নির্বাচিত আমিন শরীফ এবং ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জুঁইদন্ডী ইউপি থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত মোহাম্মদ ইদ্রীস। এদিকে বটতলী ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হলেও উচ্চ আদালতে মামলা থাকার কারণে গ্যাজেট প্রকাশিত না হওয়ায় তিনি শপথ নিতে পারেননি। আর শারীরিক অসুস্থতার কারণে পরৈকোড়া ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ শপথ নিতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধপদ-পদবী নয়, নেতা হতে লাগে বড় হৃদয়
পরবর্তী নিবন্ধনির্বাচন কর্মকর্তার ভুলে শপথ নিতে পারেননি একজন