পেকুয়ায় অভিযানে দুই করাতকল সীলগালা

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৩:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে করাতকলে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চিরাই কার্যক্রম পরিচালনা করার দায়ে দুইটি অবৈধ করাতকল সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল) ১১ টায় পেকুয়া বাজার ও বারবাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব করাতকল সীলগালা করেন নবাগত উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

অভিযানের বিষয়ে নবাগত উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, ইতিপূর্বে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে পেকুয়ায় অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু করাতকল সীলগালা করা হয়েছে।

আমরা খবর পেয়েছি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিছু অসাধু করাতকল মালিক তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অভিযানে এসে এরকম দুটি করাতকল সীলগালা করে দেওয়া হয়েছে,তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ১২ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নবজাতকের লাশ উদ্ধার