মার্চ শেষে দেশে বেকার ২৫ লাখ ৯০ হাজার: বিবিএস

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চলতি বছরের মার্চ শেষে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২৫ লাখ ৯০ হাজার, যারা টানা সাত দিনের মধ্যে এক ঘণ্টাও কাজ পাননি। রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ ত্রৈমাসিক (জানুয়ারিমার্চ ২০২৪) শ্রমশক্তি জরিপের তথ্য নিয়ে গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বেকারদের মধ্যে পুরুষ ১৭ লাখ ৪০ হাজার ও নারী ৮ লাখ ৫০ হাজার। খবর বিডিনিউজের।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সালের একই সময়েও বেকার ছিলেন ২৫ লাখ ৯০ হাজার জন। সে তুলনায় গত এক বছরে বেকারের সংখ্যা বাড়েনি। তবে এই ১২ মাসের চার প্রান্তিকে সংখ্যাটি ওঠানামা করেছে।

পূর্ববর্তী নিবন্ধযুবকের বিরুদ্ধে আদালতে মামলা
পরবর্তী নিবন্ধমুজাফরাবাদে গণহত্যার শিকার শহীদরা ইতিহাসে এখনো উপেক্ষিত