সিঁদুরে রক্তাক্ত মেঘদল

হোসাইন কবির | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

আলো ঘিরে আঁধার-বুনন, তবু যাব, যেতে হবে
উলঙ্গ আকাশের নিচে হাহাকার সমুদ্রের বিস্ময়
বাজাই নিঃসঙ্গ এস্রাজ যুগল ভঙ্গিমায়

সরুপথে পায়ে পায়ে পথচলা
জলন্ত সিঁদুরে আঁকা মানচিত্র- রক্তাক্ত মেঘদল মানুষের অবিকল
তবু লুকাই
শোকার্ত পাখির পালকে বিমূর্ত রঙচিত্রে আলিঙ্গনে
সকল উষ্ণতা বিবিধ রসায়ন

কবিতায় হবে না কিছু, কবিরাও বলেন আজকাল
তবু, আড়ালে বঙ্কিম গ্রীবা
ভাঙে অবিরত
ঘুমন্ত শরীর
শরীরের ভাঁজ
দীর্ঘ অবসাদ ক্লান্তির প্রহর
জাগে, জেগে ওঠে অবিশ্রাম কুয়াশা সাগরে
মননে মগজে নামে দীর্ঘ রাত বিমুগ্ধ অবগাহন
শিৎকারে নীলে নীলাম্বরীর কাঙ্‌ক্িষত সমর্পণ
শব্দ-চাষে কাব্যসুষমায়
দেখি কেবলই মগ্ন অবয়ব তাহার

পূর্ববর্তী নিবন্ধপৌরসভার সৃষ্ট বিকল্প সড়কে জনগণের ভোগান্তি কমবে
পরবর্তী নিবন্ধশব্দের আবেগে