নার্সিং কলেজসহ আট প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া ফি আদায়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় নগরের ডবলমুরিং থানার হালিশহর বড়পোল এলাকার হলি নার্সিং কলেজ থেকে এক লাখ ২৫ হাজার টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল বুধবার এ ফি আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী মাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা গেছে, একই অভিযানে আগ্রাবাদ ও হালিশহর এলাকার আরো ৭ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৫২৫ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। অর্থাৎ নার্সিং কলেজটিসহ আট প্রতিষ্ঠান থেকে এক লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয়। এদিকে একই অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে বলেন, বকেয়া ট্রেড লইসেন্স ফি ও জরিমানা বাবদ মোট আদায় করা হয় দুই লাখ ৯৭ হাজার টাকা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বদেশ আবৃত্তির দশ বছর পূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধতিন মামলায় নগর ও দক্ষিণ জেলা যুবদল সভাপতিসহ ২৫ নেতা-কর্মীর আগাম জামিন