‘জংলি’তে সিয়ামের নায়িকা বুবলী

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

অভিনেতা সিয়াম আহমেদ পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘জংলি’ নিয়ে, যেখানে তার বিপরীতে দর্শক পাবে শবনম বুবলীকে। আসছে কোরবানির ঈদে ‘জংলি’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা এম রাহিম। সিয়ামের জন্মদিনে সিনেমায় তার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল। তখন থেকেই প্রশ্ন ছিল, সিয়ামের বিপরীতে নায়িকা হবেন কে? এবার জানা গেল সে তথ্য। খবর বিডিনিউজের। একটি ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছন নির্মাতা নিজেই। তিনি বলছেন, গল্পে এই জুটিকে দারুণ মানাবে। বুবলী ইতোমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে বুবলীর চরিত্র বা গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না নির্মাতা রাহিম। তিনি বলেন, আমরা একটু সময় নিয়ে সব জানাব। গত শনিবার শুরু হয়েছে ‘জংলি’ সিনেমার শুটিং। ঢাকার আশপাশের কয়েকটি লোকেশনে শুটিং চলছে। শুক্রবার প্রথম ধাপের কাজ শেষ হয়। এরপর ২৭ এপ্রিল থেকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে টানা শুটিং হবে বলে জানালেন নির্মাতা। ‘জংলি’র গল্প লিখেছেন এম রাহিম নিজেই। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সেঁজুতি সাহা। এম রাহিম এর আগে ‘শান’ নির্মাণ করেছিলেন। গ্লিটজকে তিনি বলেন, জংলি সিনেমায় দর্শক মিশ্র ঘরানার ফিল পাবে। রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি ও অ্যাকশন, ইমোশন মিলিয়েই গল্পটা সাজিয়েছি। পরিচালকের কাছে গ্লিটজের প্রশ্ন ছিল, পোস্টারে ভারতের দক্ষিণী সিনেমার ঢং টের পাওয়া যাচ্ছে, গল্পও তেমনই? রাহিম বলেন, না ‘জংলি’ দক্ষিণী স্টাইলের সিনেমা না। আমার গল্পের মধ্যে জংলি ব্যাপারটা আছে। মানুষের মনের মধ্যে অনেক জংলি ভাব থাকে, অনেক সময় মানুষ দুঃখ পেয়ে জংলি ধরনের হয়ে যায়। যেমন চুল কাটে না, দাড়ি হয়ে থাকে উষ্কখুষ্ক। ওই চরিত্রটা যখন ধারণ করতে হয়, তখন চরিত্রের লুকটাও সেরকমই করতে হয়। সেই চিন্তা থেকেই চরিত্রের প্রয়োজনে এই পোস্টার। এর গল্প কারো সঙ্গে মিলবে না। এটা দক্ষিণের কোনো কপি না, বলিউড কপি না। এটা আমাদের নিজস্ব গল্প। গেল রোজার ঈদে মুক্তি পেয়েছিল বুবলীর দুটি সিনেমা ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া: দ্য লাভ’। রোজার ঈদের মত কোরবানির ঈদেও মুক্তির তালিকায় বুবলীর একাধিক সিনেমা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতীয়রা ধর্মীয় পরিচয়ের দিকে ঝুঁকছে বেশি : বিদ্যা
পরবর্তী নিবন্ধআবারও ঢাকার সিনেমায় পাওলি দাম