স্বদেশ আবৃত্তির দশ বছর পূর্তি উদযাপন

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

অপসংস্কৃতির যুগে দেশীয় সংস্কৃতির চর্চা’ স্লোগানে স্বদেশ আবৃত্তি সংগঠনের ১০ বছর পদার্পণ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে ৯ মার্চ বর্ষপূর্তি অনুষ্ঠান ও আবৃত্তি শিল্পী সেলিম ভূঁইয়ার একক আবৃতি সন্ধ্যা ‘এসো হাত ধরি কবিতার’ আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বাচিক শিল্পের প্রশিক্ষক আশরাফুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এনবিইআরজিও পলিটিকাল ইকোনোমিস্টের চেয়ারম্যান ও স্বদেশ আবৃত্তি সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আহসানুল আলম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবি মালেক মুস্তাকিন, সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা ও আবৃত্তিশিল্পী উপস্থাপক শামীম আহমেদ। ত্রিলোক বাচিকশিল্প চর্চা কেন্দ্রের সভাপতি মাসুম আজিজুল বাসারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সঞ্জয় বণিক, মাহবুবুল আলম সোহেল, অভিজিৎ সাহা সাগর, উত্তম কুমার চক্রবর্তী, মাসুদ রানা ও মেহেদী হাসান আকাশ। উল্লেখ্য, সেলিম ভূঁইয়া অনুষ্ঠানে ৫০টি ছড়াকবিতা আবৃত্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজীবন দুস্থদের সেবা দিতে চাই : মনজুর আলম
পরবর্তী নিবন্ধনার্সিং কলেজসহ আট প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া ফি আদায়