নগর বিএনপির ১৭ নেতাকর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

নগরীর প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ১৭ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের এ অনুমতি দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তারা হলেন মো. হৃদয় (১৯), মো. সুমন (৩২), মো. হারুন (৫৩), মো. আলী নূর (৫২), নেছার আহমেদ (৪২), মমতাজ মিয়া (৬৮), মো. নুরুদ্দিন শরীফ দিদার (৪৩), মো. লাল চাঁদ (২০), মো. নাজমুল হোসেন হৃদয় (১৯), মো. সুমন (৩০), মো. ইমরুল হাসান ইমু (২১) মো. নাহিদ আলম (২৪), মো. শামীম (২৮), মো. মনিরুজ্জামান ওরফে মনির (৪৫), আশরাফ আলী (৩০), সারোয়ার হোসেন ওরফে জুয়েল (১৯) ও মো. এনামুল ইসলাম সজল (১৯)।
গত ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের জন্য জড়ো হয়। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহতের পাশাপাশি বিএনপির ৩৫ নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪৯ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় এবং নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম, কাজী বেলাল, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ ৭৫ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআরসা প্রধানের ভাই এনআইডি নিয়েছেন জয়নব কলোনির ঠিকানায়