চোলাই মদসহ সিএনজি আটক, গ্রেপ্তার-২

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ৫:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি সিএনজি গাড়িতে ১৯২ লিটার চোলাই মদ পরিবহন করতে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সোয়া তিনটার দিকে উপজেলার শিকলবাহা (৫ নং ওয়ার্ড) আদর্শপাড়ার জনৈক মান্নান সওদাগরের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

গ্রেপ্তার দুই আসামিরা হলেন-পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের করিম মুন্সী বাড়ির মৃত তুফান আলীর ছেলে আলী হোসেন প্রকাশ ভেট্টা (৩৭) ও সাতকানিয়া বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকার মো.সোলতানের ছেলে মো. মোরশেদ (২২)।

পুলিশ সুত্র জানায়, গতরাত সোয়া তিনটার দিকে এসআই মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিকলবাহা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জনৈক মান্নান সওদাগরের বাড়ির সামনে পাকা রাস্তায় সিএনজি চালিত অটোরিকশার ভিতর ১৯২ লিটার চোলাইমদসহ দুই জনকে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, ‘চোলাইমদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ২৪(ক) ধারায় মামলা হয়েছে। দুই আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার
পরবর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে গরিবের ‘এসি বাড়ি’