ধর্মশালার মাঠকে ‘বাজে’ বললেন বাটলার

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

ভারত বিশ্বকাপের অন্যতম ভেন্যু হলো ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। এবার ধর্মশালার মাঠের সমালোচনা করলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও। কাদা ছড়ানো মাঠকে ‘বাজে’ বলে উল্লেখ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন এই মাঠে খেলা আয়োজনের বিষয়টি নিয়েও। এছাড়া মাঠে ফিল্ডিং করার সময় সতীর্থদের সর্তক থাকতেও বলেন এই ইংলিশ অধিনায়ক। আজ ধর্মশালার মাঠেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচে টাইগারদের লক্ষ্য টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া। আর ইংলিশদের লক্ষ্য জয়ে ফেরা। ফলে মাঠের কন্ডিশন উভয়পক্ষের জন্যই কৌতুহলের বিষয়। তবে এক্ষেত্রে এগিয়ে থাকবে বাংলাদেশ। কারণ আফগানিস্তানের বিপক্ষে খেলে এরইমধ্যে মাঠ সম্পর্কে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দুইদিনের অনুশীলন করেছে ইংলিশরা। গত রোববার বিকেল ও গতকাল সোমবার সকালে স্টেডিয়ামটিতে অনুশীলন করেছে তারা। এই সময় মাঠ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইংল্যান্ড অধিনায়ক। বাটলার বলেন আমি মনে করি এটি বাজে একটি মাঠ। এখানে বাউন্ডারি রক্ষা করার সময় এবং ফিল্ডিং করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। দল হিসেবে আপনি যেমন চাইবেন, এখানে তার বিপরীত কিছু ঘটতে পারে। ইংলিশ দলপতি আরও বলেন একটি রান বাঁচাতে আপনাকে মাঠে ঝাঁপ দিতে হতে পারে। কিন্তু এই মাঠ আর আউটফিল্ড যেমন, এটাতো আদর্শ হতে পারে না। তবে আমরা অজুহাত দিচ্ছি না। আমরা মাঠের সঙ্গে নিজেদের মানিয়ে নেব।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে সেরা ভাবেন মরগান
পরবর্তী নিবন্ধধর্মশালার আউটফিল্ডে সন্তুষ্ট বাংলাদেশ