দুই বছর পর জামিনে মুক্ত হেফাজতের হারুন ইজাহার

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

দুই বছরের বেশি সময় পর জামিনে কারাগার থেকে ছাড়া পেয়েছেন হেফাজত ইসলামের নেতা হারুন ইজাহার; যিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে দেশের বিভিন্ন স্থানে হেফাজতের তাণ্ডবের মদদদাতা হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন ডেপুটি জেলার মো. ইব্রাহীম। কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহারের আইনজীবী আব্দুস সাত্তার জানান, তার বিরুদ্ধে ২৬টি মামলা ছিল; যেগুলোর প্রতিটিতে তার জামিন হয়েছে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে দেশের বিভিন্নস্থানে যে নাশকতা হয়েছে, তাতে প্রত্যক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগে ওই বছরের ২৮ এপ্রিল রাতে তাকে চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে এবং চট্টগ্রামের লালখান বাজারের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সহকারী পরিচালক। খবর বিডিনিউজের।

হারুনের বাবা মুফতি ইজহার চট্টগ্রামের ওই মাদ্রাসার পরিচালক; যিনি এক সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। ২০০৯ সালের নভেম্বরে ওই মাদ্রাসার পেছনের পাহাড় থেকে লস্কর ই তৈয়বার সন্দেহভাজন দুই বিদেশি জঙ্গিসহ গ্রেপ্তার হয়েছিলেন হারুন। ঢাকায় ভারত ও যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে কর্মকর্তাদের জন্য ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মাদক ব্যবসায়ী আটক