টংকাবতী খালে ডুবে যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে টংকাবতী খাল পার হতে গিয়ে পানিতে ডুবে ছৈয়দ নুর সিকদার (৩৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রসুলাবাদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দ নুর সিকদার কঙবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম মগগাছা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরম্বা ইউনিয়নের বিবিরবিলা হতে টংকাবতী খাল পার হয়ে কলাউজান ইউনিয়নের রসুলাবাদ পাড়া এলাকায় আসছিল দিনমজুর ছৈয়দ নুর সিকদার। এ সময় খালের পানিতে সে ডুবে যাচ্ছিল। আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
ততক্ষণে তার মৃত্যু হয়। নিহত দিনমজুর সাঁতার জানতেন না বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল লিপিবদ্ধ করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবই নিয়ে অন্যরকম আয়োজন
পরবর্তী নিবন্ধওভারটেক করতে গিয়ে বাসের সাথে টেক্সির মুখোমুখি সংঘর্ষ