জুয়েলারি ব্যবসায়ীদের উপর ভ্যাট ১.৫ শতাংশ করার দাবি

শিক্ষা উপমন্ত্রীর সাথে মতবিনিময়

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে চট্টগ্রামের জুয়েলার্স ব্যবসায়ীদের মতবিনিময় সভা গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জুয়েলার্স ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত ও আগামী জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে নগরীর চশমা হিলস্থ শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজুস নেতৃবৃন্দ সরকার কর্তৃক জুয়েলারি ব্যবসায়ীদের উপর আরোপিত ভ্যাট ৫ শতাংশ পরিবর্তন করে ১.৫ শতাংশ করা এবং ব্যাগেজ রুলে প্রতি ১০ তোলা বারে ২০ হাজার টাকার পরিবর্তে একটি ১০ তোলা বারে ১০ হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করা এবং ট্রেড লাইসেন্স ফি ও ডিলিং লাইসেন্স ফি কমানোর বিষয়ে শিক্ষা উপমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষা উপমন্ত্রী জুয়েলার্স ব্যবসায়ীদের সমস্যা নিরসনে সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর ও স্বপন চৌধুরীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রপন কান্তি ধর, সুজিত বরণ ধর, গোপীনাথ ধর, শান্তুনু বণিক, তপন কান্তি ধর, রুবেল দেব, সুব্রত বণিক, প্রকাশ রাজ ধর, মন্টু সরকার, অলক পোদ্দার, প্রদীপ দেব, নিরঞ্জন কর্মকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে কোনো মূল্যে সিআরবি রক্ষা করা হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জীববৈচিত্র্য