সিআইইউর ১৯তম বোর্ড অব ট্রাস্টির সভা

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৬:১৫ অপরাহ্ণ

উচ্চশিক্ষায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) নতুনত্ব ছড়াতে চায় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।

তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাস্তবমুখী শিক্ষার কদর বাড়ছে। আর তাই সিআইইউ প্রত্যেক শিক্ষার্থীকে ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী কোর্স-কারিকুলামের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর।

আজ বৃহস্পতিবার সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ১৯তম বোর্ড অব ট্রাস্টির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চেয়ারম্যান তৌহিদ সামাদ।

সভায় সিআইইউর পূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা, অ্যাকাডেমিক কাউন্সিল এবং ফাইন্যান্স কমিটির সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করা হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, ইসমাইল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, নাদের খান, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম সরবরাহ, বাস চালকসহ ‌গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় ইউপি সদস্যের ছুরিকাঘাতে যুবক নিহত