যে কোনো মূল্যে সিআরবি রক্ষা করা হবে

নাগরিক সমাজের সমাবেশে বক্তারা

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

সিআরবি রক্ষার আন্দোলন পরিবেশ রক্ষার মানবিক আন্দোলন। পৃথিবীর দেশে দেশে পরিবেশ রক্ষার আন্দোলন হচ্ছে। পরিবেশ রক্ষা হলে মানুষ বাঁচবে। বর্ণচোরা-সুবিধাবাদীরা, যাদের নিজস্ব সত্তা নেই, তারাই সিআরবিতে হাসপাতাল চায়। যাদের মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা নেই, যারা টাকা বানানোর ধান্ধায় থাকেন, তারাই সিআরবিতে হাসপাতাল চায়। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করতে সেখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। যে কোনো মূল্যে সিআরবি রক্ষা করা হবে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জসিম উদ্দীন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, অধ্যাপক ড. ইদ্রিস আলী, কবি হোসাইন কবির, আবৃত্তিকার রাশেদ হাসান, প্রণব চৌধুরী, সরোয়ার হোসেন চৌধুরী, বেলায়েত হোসেন, বনবিহারী চক্রবর্তী, শিবু প্রসাদ চৌধুরী, জেনিফার আলম, মিনু মিত্র, দিলরুবা খানম, আরফাতুল মান্নান ঝিনুক, মাহমুদুল করিম, চৌধুরী জসিমুল হক, সাজ্জাদ হোসেন জাফর, সাকিব, মুস্তাফিজ মাহিন প্রমুখ। সঞ্চালনা করেন হুমায়ুন কবির মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৩৫১ কেজি মাছের পোনা অবমুক্ত
পরবর্তী নিবন্ধজুয়েলারি ব্যবসায়ীদের উপর ভ্যাট ১.৫ শতাংশ করার দাবি