জিনিসপত্রের অস্বাভাবিক দাম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

প্রতি বছর ঈদ উদযাপনের আগে দেশব্যাপী মানুষ বিভিন্নরকম কেনাকাটা করে। এই সুযোগে দোকান মালিকেরা অস্বাভাবিক হারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। ফলে, খাদ্যসামগ্রী, পোশাক এবং বিভিন্ন ধরনের ব্যবহার সামগ্রী ক্রয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় সাধারণ মানুষের। এতে করে দেশের দুর্গত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে উৎসবের মুহূর্তে কষ্টের সম্মুখীন হতে হয়। এমনিতেই করোনা সংকটে অর্থনৈতিকভাবে পঙ্গু সাধারণ মানুষ, তার মধ্যে দোকান মালিকদের সিন্ডিকেটের কারণে উচ্চদামে ঈদের কেনাকাটা করা মানুষের জন্য বোঝার ওপর শাকের আঁটি। অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ করতে দোকানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং করা জরুরি। তাই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জসিম উদ্দিন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধসত্যজিৎ রায় : বিশ্বনন্দিত কীর্তিমান পুরুষ
পরবর্তী নিবন্ধআসুন মানবিক হই