গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী

| রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান গত শুক্রবার বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়র পাশা। বিজিসি ট্রাস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. এনামুল হক,উপজেলা আওয়ামীলীগের ত্রান সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সৈয়দ মোজাফ্‌ফর হোসেন, গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আবদুল খালেক, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আ..ম রাশেদ। পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, শামিম আল, আজাদ, ইউনুস তালুকদার,নুরুন নবী, অজিত দে, আশিষ কুমার বৈদ্য,ফজল করিম, এসএম সেকান্দর, ইউপি সদস্য মাহফুজ আলম, সৈয়দ মো. এয়াসিন, উদয় দত্ত অর্ক,সজল দাশ, আনোয়ার পাশা, মো. রাশেদ, তসলিম উদ্দীন, নুরুল আমিন, হাবিব উল্লাহ রাসেল, তন্ময় দাশ গুপ্ত, প্রনব দাশ বাবু, নুরুল আলম, সিরাজুল ইসলাম , জালাল উদ্দীন চৌধুরী, আবুল কালাম, আবুল কালাম আজাদ, দিদারুল আলম, জাকের হোসেন, তানভীর মুন্না, জাহাঙ্গীর আলম, আনসার আলী, আসিফ তুষার, মো. সাইফুল্লাহ, রাকিবুল ইসলাম, মো.আকতার, ,মো. আজাদ, কায়সার মাহমুদ প্রমুখ। শেষে কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়াম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া প্রদত্ত বৃত্তির অনুদান বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ৩৫ জন ছাত্রছাত্রীর নিকট বিতরন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আগুনে পুড়ল ৫ বসতঘর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার