জাফরুল ইসলাম চৌধুরীসহ বিএনপির তিন নেতাকে স্মরণ

| শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়াত নেতাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শনের একটিই উপায়, স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, ইসহাক কাদের চৌধুরী ও মো. আইয়ুব আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। দেশের এই ক্রান্তিকালে তাদের চলে যাওয়া দলের ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসহাক কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুবের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আহ্‌বায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, প্রয়াত নেতারা আন্দোলন সংগ্রামের নিবেদিত প্রাণ ছিলেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। সভাপতির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রয়াত সহকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রয়াতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন, ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই সংকটকালে গণতন্ত্রের আন্দোলন জোরদার করতে হবে। সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, জাফরুল ইসলাম চৌধুরীসহ তিন নেতা কর্মী বান্ধব ছিলেন।

শোক সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় সদস্য বাবু সুশীল বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্‌বায়ক আবু সুফিয়ান। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর্নেল আজিমুল্লাহ বাহার, মরহুম ইসহাক কাদের চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরী, মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অ্যাডভোকেট এম এ তাহের, জসিম উদ্দিন শিকদার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, শহিদুল ইসলাম চৌধুরী, সেলিম উদ্দিন, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, ইফতেখার উদ্দিন খান, মোহাম্মদ মহিউদ্দিন, মোবারক হোসেন কাঞ্চন, এজাহার মিয়া, আবু মোহাম্মদ, মাহাবুব সাফা, জাকির হোসেন, মুরাদ চৌধুরী, সরোয়ার উদ্দিন সেলিম, নার্গিস আক্তার, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, সৈয়দ নাসির উদ্দিন, বদরুল আলম, জাহিদ উদ্দিন বিপ্লব, নুরুল হুদা, ফজলুল হক, মোহাম্মদ সিদ্দিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তাবলিগের জোড় ইজতেমা শুরু