দুইশরও বেশি হকার উচ্ছেদ

নিউমার্কেট থেকে পুরাতন রেলস্টেশন পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর নিউমার্কেট মোড় থেকে আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে রাখা দুইশরও বেশি হকারকে উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চসিকের একটি টিম অভিযান চালিয়ে হকারদের সরিয়ে দিয়ে নিউমার্কেট থেকে পুরাতন রেলস্টেশন পর্যন্ত এলাকার সড়কফুটপাত দখলমুক্ত করেছে। অভিযানে র‌্যাবপুলিশের সদস্যরাও অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নগরীর পুরাতন রেলস্টেশন থেকে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল পর্যন্ত সড়কের দু’পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়। একইসঙ্গে নিউমার্কেট মোড় থেকে দক্ষিণ বরাবর সদরঘাট কালিমন্দির পর্যন্ত অমরচাঁদ রোডেও অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দুই শতাধিক অস্থায়ী চৌকিকাঠের টুলসহ ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়কফুটপাত দখলে রাখা হকারদের সরিয়ে তাদের কিছু মালামাল জব্দ করা হয়েছে। ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, দুই শতাধিক দোকান আমরা উচ্ছেদ করেছি। পুরাতন রেলস্টেশন থেকে অভিযান শুরু করে মিউনিসিপ্যাল স্কুল পর্যন্ত পৌঁছানোর পর ফেরার পথে দেখি সরিয়ে দেওয়া অনেক হকার বসে গেছেন। তখন আমরা বাধ্য হয়ে তাদের বিক্রির জন্য আনা মালামাল জব্দ করেছি। এ ছাড়া, সদরঘাট কালিমন্দিরের সামনে একটি ভ্রাম্যমাণ কাঁচাবাজার ছিল। সেটিও উচ্ছেদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের কাছে এবার সিরিজ হারের লজ্জা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধএমপি আনার খুনে সামনে আসা কে এই শিলাস্তি?