জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার বিক্ষোভ সমাবেশ

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জ্বালানি তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জেলা শাখার উদ্যোগে ১২ আগস্ট পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

বক্তব্য রাখেন মো. মামুন, মো. শাহ আলম, মোফাজ্জল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবী জানান।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়াটিক ও পদ্মা অয়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধনগরীতে ১৬ মামলার আসামি সন্ত্রাসী জীবন গ্রেপ্তার