এশিয়াটিক ও পদ্মা অয়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কক্সবাজার বিমান বন্দর এভিয়েশন ডিপো পরিচালনার দায়িত্ব বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল) হতে অপর অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) কাছে হস্তান্তরের লক্ষ্যে গত ১২ আগস্ট পতেঙ্গাস্থ এসএওসিএলের কার্যালয়ে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদিত হয়।

পিওসিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবু সালেহ ইকবাল এবং এসএওসিএলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী মণি লাল দাশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিওসিএলের মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, মহাব্যবস্থাপক (পরিচালন) প্রকৌশলী মো. আবদুস সোবহান, উপ-মহাব্যবস্থাপক (হিসাব) ও কোম্পানির সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ, বিপিসির আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং এসএওসিএলের কর্মকর্তবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আ.লীগের ৭ দিনব্যাপী কর্মসূচি
পরবর্তী নিবন্ধজাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার বিক্ষোভ সমাবেশ