চেতনায় ডাক

কেশব জিপসী | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

দেশে দেশে আজ বাজে একুশের গান,

সেই সুর শুনে হয় ব্যাকুল পরান।

ওরা পড়ে বাঙালির যতো ইতিহাস,

জেনে যায় এই জাতি হয়েছিল দাস।

বুঝে নেয় বাঙালিরা কত বড় বীর,

জেনে যায় অপমানে নোয়ায়নি শির।

নানাদেশে আজ যারা খুব অসহায়,

যাদের মায়ের ভাষা বিলুপ্ত প্রায়।

তারা পায় একুশেতে চেতনার ডাক,

ওরা চায় ভাষাটার অধিকার পাক।

একুশটা নয় আজ শুধু বাঙলার,

এ দিনটা ভাষাভাষী বিশ্বে সবার।

মায়ের ভাষাটা লাগে মধুর সমান,

এর চর্চায় বাড়ে জ্ঞান, সন্মান।

একুশটা হলো আজ বিশ্বের দিন,

বাঙ্গালির মর্যাদা একুশে আসীন।

পূর্ববর্তী নিবন্ধএকুশ
পরবর্তী নিবন্ধপলাশ শিমুল নামে